ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, , ১৮ শাওয়াল ১৪৪৫
englishwithyeasir@gmail.com +8801633686868
লক ডাউন পরিস্থিতি

সম্পাদকীয় ।। উন্মুক্ত হোক মানবতার দুয়ার


প্রকাশ: ৪ এপ্রিল, ২০২১ ১২:০৫ অপরাহ্ন



Audio

।। উন্মুক্ত হোক মানবতার দুয়ার

আজ থেকে শুরু হচ্ছে লক ডাউন। বিশ্বব্যাপী করোনার  ভয়াবহতার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে আমাদের দেশে। হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।  হাসপাতালগুলোতে এখন তিল ধারনের ঠাঁই নেই। মৃতের সংখ্যাও কম নয়। এমন পরিস্থিতিতে সরকার বাধ্য হচ্ছে লক ডাউন দিতে। সংক্রমন ভয়াবহতা কমানোর জন্য এছাড়া আর কোন উপায় নেই।  স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও খুব কম সংখ্যক মানুষই সেটা মানছে। মাস্ক পরিধান করার জন্য নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু  আমরা কি তা মানছি? আর তা না করার কারণেই চারিদিকে সংক্রমন সয়লাব ছড়িয়ে পড়ছে।  অনেকে ভাগ্যের কথা বলেন। ভাগ্য বা আল্লাহর উপর নির্ভরতা থাকতেই হবে। তবে আল্লাহর রসূল নির্ভরতার একটি গাইড লাইন দিয়েছেন- যে ‘আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো।’ ভরসা রাখতে হবে আল্লাহর উপর এবং সাবধান থাকতে হবে নিজে  বুঝে শোনে, বিবেক বিবেচনা করে। তাহলে সম্ভাব্য বিপদ থেকে আমরা মুক্ত থাকতে পারবো।

সরকার লক ডাউন দিলে আমাদের পরিস্থিতি কি হবে তা আমর গত বছর দেখেছি।  খেটে খাওয়া মানুষ, স্বল্প আয়ের মানুষের কি অবস্থা হয় তা আমরা দেখেছি। কাজ না পাওয়া, চাকুতিচ্যুত হওয়া, বেতন কমিয়ে দেয়া, বা না দেয়া সবই গত বছর আমরা দেখেছি। লক ডাউনে বিপুল সংখ্যক মানুষ আয় রোজগারহীন হয়ে পড়ায় সামাজিক অস্থীরতাও আমরা দেখেছি। মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে এক করুণ পরিস্থিতি আমরা দেখেছি।  এবারও এমনটা হওয়া বিচিত্র নয়। সরকারকে  এবার গতবারের তুলনায় বেশী ভাবতে হবে। মানবিক দিকটি বেশি সামনে আনতে হবে। আর্থিক ও খাদ্য সামগ্রীর বরাদ্দ বাড়াতে হবে। বাড়ী ভাড়া কমানোর জন্য সরকার থেকে পদক্ষেপ নিতে হবে অথবা প্রনোদনা দিতে হবে। ওষুধপত্র  ফ্রি সরবরাহের ব্যবস্থা করতে হবে। এলাকায় এলাকায় করোনা নিয়ন্ত্রণ  ও চিকিৎসা বুথ প্রতিষ্ঠা করতে হবে। কারণ হাসপাতালগুলো এখন রোগীতে পরিপূর্ণ। সুতরাং এটাকে বেশী জোর দিতে হবে। সরকারের সাথে বিত্তশালীরাও  এ  ফ্রি চিকিৎসা কেন্দ্র করতে পারেন নিজ নিজ এলাকায়। এভাবে সরকার ও জনতা মিলে আমরা সকলে সকলের জন্য কাজ করবো। উন্মুক্ত হোক মানবতার দুয়ার।  সকলের আপ্রাণ চেষ্টা থাকবে সকলকে ভাল রাখার ও ভাল থাকার। তাহলে সম্ভাব্য সকল  বিপর্যয় থেকে আমরা  হেফাজতে থাকতে পারবো।


   আরও সংবাদ