প্রকাশ: ১ জুন, ২০২১ ১২:১৮ অপরাহ্ন
।। জমা দেবে ১৫% ভ্যাট এবং বছর শেষে মোট টার্নওভার রিটার্ন ।।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যে কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য বাধ্যতামূলক “ব্যবসায়িক পরিচয় নম্বর” বা বিআইএন পেয়েছে বিশ্বের অন্যতম প্রধান দুই টেক জায়ান্ট গুগল ও অ্যামাজন।
ফলে এই প্রথমবারের মতো নিবন্ধভুক্ত প্রতিষ্ঠান দু’টি দেশের রাজস্বতে ১৫% ভ্যাট দেবে এবং বছর শেষে মোট টার্নওভার রিটার্ন জমা দেবে।
এনবিআরের কর্মকর্তারা ইংরেজি সংবাদমাধ্যম “দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে” জানিয়েছেন, “এই পদক্ষেপের ফলে এ ধরনের সংস্থাগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোরও নিবন্ধকরণ স্পষ্ট করবে।”
এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা সোমবার ‘দ্য গুগল এশিয়া-প্যাসিফিক পিটিই লিমিটেড’ নামে গুগলকে এবং বৃহস্পতিবার ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনক’ নামে অ্যামাজনকে বিআইএন জারি করেছি।”
"আমরা ইতোমধ্যে নিবন্ধনের নথিগুলোর অনুলিপি প্রাইস ওয়াটার হাউস কুপার্সকে(পিডব্লিউসি) হস্তান্তর করেছি। পিডব্লিউসি বাংলাদেশে উভয় সংস্থার পরামর্শদাতা হিসাবে কাজ করছে।
গত বছর এনবিআরের চাপের ফলে ফেসবুক ইনক বাংলাদেশে ব্যবসা করার জন্য একটি এজেন্ট নিয়োগ করেছিল। ফেসবুকের এখনও বিআইএন না থাকলেও প্রতিষ্ঠানটির এজেন্ট এইচটিটিপুল বর্তমানে রাজস্ব বোর্ডকে ভ্যাট দিচ্ছে।
বর্তমানে গুগল বিশ্বের প্রায় ৪০ টি দেশে ৭০টি অফিসে কাজ করছে। অন্যদিকে অ্যামাজন কাজ করছে প্রায় ১৭টি দেশে। যার মধ্যে ভারতের হায়দরাবাদে প্রতিষ্ঠানটির বৃহত্তম অফিস অবস্থিত।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ইমেল পরিষেবা, ওয়েব ব্রাউজার এবং দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন অনলাইন সরঞ্জামের জন্য সুপরিচিত হলেও ২০২০ সালে গুগলের ১৮ হাজার ১০০ কোটি ডলার আয়ের বেশিরভাগ অংশই এসেছিল বিজ্ঞাপন থেকে।
এছাড়া “অন্যান্য উপার্জন” তালিকার অন্তর্ভুক্ত হলো প্লে স্টোর, ক্রোমকাস্ট, ক্রোমবুকস, অ্যান্ড্রয়েড, গুগল অ্যাপস এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্ম।
অন্যদিকে ,বাজার মূল্যের ভিত্তিতে অ্যামাজন বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর একটি। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যামাজনের বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার ডলার। সংস্থাটি ২০২০ অর্থবছরে ২১ হাজার ৩০০ কোটি ডলার আয় করেছে।