ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬
englishwithyeasir@gmail.com +8801633686868
কাজী ইব্রাহিম

মুফতি কাজী ইব্রাহিম আটক ।। ২ মামলা দায়ের


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০২:৫৯ পূর্বাহ্ন



Audio

মুফতি কাজী ইব্রাহিম আটক 

 


আলোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ২ মামলা।

আলোচিত  এই সলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, জেড এম রানা নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে প্রতারণার মামলাটি দায়ের করেন। আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করা হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

রানার করা মামলায় একটি স্কুলের টাকা আত্মসাৎ, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ‘উগ্র বক্তব্য’ দেয়ার অভিযোগ আনা হয়েছে।


   আরও সংবাদ