প্রকাশ: ১৩ মার্চ, ২০২১ ১২:৫৭ অপরাহ্ন
সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা
শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে সকল শিক্ষক কর্মচারীকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহিত হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি ক্যাটিাগরি অর্ন্তভূক্ত করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র আপলোড করা হয়েছে। এখন ৪০ বছরের নীচের শিক্ষক-কর্মচারীরাও সুরক্ষা ওয়েবসাইটে ঢুকে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফরম পূরণ করে নিজ নিজ জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষক এবং কর্মচারীবৃন্দ নামে ২টি সাব কলাম রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।