প্রকাশ: ৫ অক্টোবর, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে পড়ায় এর ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ে। সোমবার রাত ৯টা নাগাদ বিশ্বজুড়ে বন্ধ হয় হোয়াটসঅ্যাপ পরিষেবা। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামেও দেখা যায় একই সমস্যা। আমাদের দেশেও এই তিন অ্যাপের পরিষেবায় বিঘ্ন ঘটে। ভোর চারটার পর সেই পরিষেবা চালু হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও কোথাও কোথাও দাবি করা হয়েছে, পরিষেবা আংশিক ভাবে চালু হয়েছে। পরে হোয়াটসঅ্যাপ সংস্থার পক্ষ থেকে এই নিয়ে একটি টুইটও করা হয়েছে।
ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও প্রধান ফেসবুক অ্যাপ কয়েক ঘণ্টা বন্ধ থাকার ঘটনা কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় কারিগরি ব্যর্থতা হিসেবে অভিহিত করা হচ্ছে।
এতে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ সমস্যায় পড়ে। তবে কোম্পানীটিও কম ক্ষতিগ্রস্ত হয়নি। মাত্র কয়েক ঘণ্টার জন্য পরিষেবাগুলো বন্ধ থাকায় ক্ষতি হয়েছে ৮.৫ বিলিয়ন ডলার।