ঢাকা, রবিবার, ০৫ মে ২০২৪, , ২৬ শাওয়াল ১৪৪৫
englishwithyeasir@gmail.com +8801633686868

২৮ মার্চ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।


প্রকাশ: ২৭ মার্চ, ২০২১ ১২:৪৯ অপরাহ্ন



Audio

 

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে ২৮ মার্চ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার রাত আটটার দিকে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা চাই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হোক।’ তিনি দাবি করেন, হেফাজতের মোট ৫ জন কর্মী মারা গেছেন। এর মধ্যে চারজন হাটহাজারীতে এবং একজন ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি আরও বলেন, 'আমাদের এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে ছিল না। এটি ছিল নরেন্দ্র মোদির বিরুদ্ধে। মোদি সে দেশে মুসলিমদের নির্যাতন করছেন। এর প্রতিবাদ স্বরূপ এ কর্মসূচি দিয়েছিলাম।'

এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম মসজিদে মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সঙ্গেও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে চারজন মারা যান, যাদেরকে নিজেদের কর্মী বলছে হেফাজত। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায়ও বিক্ষোভের সময় একজন নিহত হন।


   আরও সংবাদ